ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্তে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
শার্শা সীমান্তে কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে এক কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ির একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।



শুক্রবার (০৬ মার্চ) ভোর চারটায় ভারত সীমান্তবর্তী হাড়িখালী গ্রাম থেকে চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য এপারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শার্শার হাড়িখালী গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীদের দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা আট লাখ পিস ক্যান্সারের ট্যাবলেট ও ৪৫০ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

জব্দকৃত মালামাল পরবর্তীতে কাস্টমস শাখায় জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি।

যশোর ২৬ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।