ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিন জনসহ আটজন আহত হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইসমাইল হোসেন (৩৫), স্ত্রী জয়নাব বেগম (২৫), মেয়ে ইসরাত জাহান (৫), লুৎফর রহমান শামীম (২৯), রিমা আক্তার (২০), মিজানুর রহমান (৫০), রাহাতুল বিবি (৫০) ও সাইদুল ইসলাম (১৩)।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে লুৎফর রহমান শামীম ও রিমা আক্তারের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। একই সঙ্গে আরো কয়েকজন আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকায় আসার জন্য টঙ্গী থেকে ছালছাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে উঠি। কাওলা ব্রিজের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারালে এ হতাহতের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫