টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং একজন কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর মারা যান।
শুক্রবার (০৬ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া সদরের রিনা খাতুন (১০), আলম মিয়া (৩০) এবং বগুড়া শেরপুরের শিল্পি বেগম (৩৫)।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল, জামুর্কী মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভর্তি করা হয়েছে।
পুলিশ জানান, বিকেলে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী নাভিল এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা খাতুন ও আলম মিয়ার মৃত্যু হয় এবং কমপক্ষে বাসের ২৫ জন যাত্রী আহত হন।
আহতদের মধ্যে সাতজনকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আহতের অধিকাংশই বগুড়ার বাসিন্দা। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫/আপডেটে ১৮০২ ঘণ্টা