ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১ ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় বিল্লাল হোসেন (৩২) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত বিল্লাল হোসেন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার আব্দুল সামাদ মিয়ার ছেলে।  

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে কালাদী এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ইটবোঝাই একটি ট্রাক্টরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক বিল্লাল হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হন ট্রাক্টরে থাকা আরো দুইজন। আহতদের উদ্ধ‍ার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটিকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।