ময়মনসিংহ: ময়মনসিংহে কঙ্কাল চোর চক্রের আরেক হোতা হারুনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দিনগত মধ্যরাতে সদর উপজেলার মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১২ অক্টোবর সদর উপজেলার চর ঈশ্বরদিয়ার তানপাড়া এলাকা থেকে বস্তাভর্তি কঙ্কালসহ জাহাঙ্গীর (২৪) ও রমিজ (২৫) নামে দুই চোরকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে একদিনের রিমান্ডে নেওয়া হয়।
পুলিশি রিমান্ডে তাদের স্বীকারোক্তির ভিত্তিতেই সোমবার মধ্যরাতে সদর উপজেলার মনতলা এলাকা থেকে হারুনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ হারুনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে। রিমান্ডের শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে। তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কঙ্কাল চুরি চক্রের অন্যতম হোতা হিসেবে স্বীকার করেছেন। বিল্লাল নামের একজনের কাছে কঙ্কাল বিক্রি করতেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন হারুন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম