ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি

বেনাপোল স্থলবন্দর এসি’র বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বেনাপোল স্থলবন্দর এসি’র বিরুদ্ধে চার্জশিটের সিদ্ধান্ত

ঢাকা: বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগে যশোরের বেনাপোল স্থলবন্দরের সহকারী কমিশনার (এসি) মইনুল ইসলামের (বর্তমানে বরখাস্ত) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) পেশ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে কমিশন এ চার্জশিটের অনুমোদন দেয়।



অনুমোদনের বিষয়টি তদন্ত সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে নিশ্চিত করে জানায়, শিগগিরই দুদকের উপ-পরিচালক খোন্দকার খলিলুর রহমান মামলাটির চার্জশিট আদালতে পেশ করবেন।

দুদক সূত্র জানায়, যশোর বেনাপোল স্থলবন্দরের সাবেক সহকারী কমিশনার মইনুল ইসলাম মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন। দুদকের অনুসন্ধানে তার বাবার মুক্তিযোদ্ধা সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার সন্তান মইনুল ইসলামের বিরুদ্ধে চলতি বছরের ২০ এপ্রিল মামলা দায়ের করে দুদক। মামলা পরবর্তী তদন্তেও অভিযোগটি প্রমাণ হওয়ায় চার্জশিটের অনুমোদন দেয় কমিশন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।