ঝিনাইদহ: ঝিনাইদহে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে খাইরুল ইসলাম নামে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন এ আদেশ দেন।
খাইরুল সদর উপজেলার কাশীপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। তিনি ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন খাইরুল। এ ঘটনায় মেয়েটির বাবা ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ করেন। এর ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হলিধানী বাজারে অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশ।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই