মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে বাবু সাহা নামে (৩৬) এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা ওই মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আটক বাবু সাহা ওই উপজেলার বাল্লা ইউনিয়নের বাকিপুর গ্রামের চান্দু সাহার ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশুটি বাকিপুর গ্রামে নানার বাড়িতে থাকতো। সকালে শিশুটিকে একা পেয়ে বাবু সাহা তাকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বাবুকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে শিশুটিকে আহতাবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর