চট্টগ্রাম (মিরসরাই): মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যান নুরুল মোস্তফা (৬০) আর নেই (ইন্না লিল্লাহী...রাজেউন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সীতাকুন্ডেরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নুর উদ্দিন নামে তার এক নিকটাত্মীয় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম ভূইয়ার জানাযা নামাজে অংশ নিতে গিয়ে সেখানেই চেয়াম্যান মোস্তফা অসুস্থ হয়ে পড়েন। এসময় প্রথমে তাকে মাতৃকা হাসপাতাল ও পরে সীতাকুণ্ড মর্ডান হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন আবস্থায় তিনি মারা যান।
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ইউনিয়নবাসী ও পুরো উপজেলায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মিরসরাইয়ের স্থানীয় সংসদ সদস্য ও গৃহায়নমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক এনায়েত হোসেন নয়ন, মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান, চেয়ারম্যান নেতা শাহিনুল কাদের চৌধুরীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএইচ