ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশি নাগরিক হত্যা

বাংলাদেশ সরকারের পদক্ষেপ সন্তোষজনক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বাংলাদেশ সরকারের পদক্ষেপ সন্তোষজনক

চুয়াডাঙ্গা: সম্প্রতি দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি বেজড ক্লাইমেট অ্যাডাপ্টেশন প্রজেক্ট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।



তিনি আরো বলেন, বিদেশিদের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশ সরকারকে আরো আন্তরিক হতে হবে। এটি খুবই উদ্বেগজনক। কোনো হত্যাকাণ্ডই সুইডেন সমর্থন করে না। এর দ্রুত বিচার দেখতে চায় সুইডেন।

এরআগে তিনি ওয়েভ ফাউন্ডেশন কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। এরপর দামুড়হুদা উপজেলার ডুগডুগীতে প্রজেক্ট পরিদর্শনে যান।

এরপর ভারত সীমান্তের দর্শনা চেকপোস্ট পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় জীবননগর উপজেলার দত্তনগর কৃষি খামার পরিদর্শন করেন। এরপর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।  

এ সময় তার সঙ্গে ছিলেন, সুইডেনের নাগরিক মিস কিজ্জা, ওয়েভ ফাউন্ডেশনের প্রোগাম অফিসার রেহানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান, চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ।                                              

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।