নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার হাতকুন্ডলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিল্লাল ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
উপজেলার নয় নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ বাংলানিউজকে জানান, বিকেলে নারকেল গাছে উঠে পাশের একটি গাছের ডাল কাটছিলেন বিল্লাল। এসময় সেখানে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআই