গাজীপুর: টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকা থেকে সোমবার (১৯ অক্টোবর) রাতে দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলেন, যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম রাকিব (৩৫) ও বরিশালের বাকেরগঞ্জ থানার লক্ষ্মীপাশা এলাকার মো. আজহার আলী মাস্টারের ছেলে মো. আমিনুল ইসলাম সোহাগ (৩৪)।
র্যাব-১-এর কার্যালয় থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে টঙ্গীতে অস্ত্র-গুলি আসছে- এমন খবর পায় র্যাব সদস্যরা। পরে অস্ত্র-গুলি কেনার ফাঁদ পেতে র্যাব সদস্যরা লে. কমান্ডার কাজী মো. শোয়াইবের নেতৃত্বে সোমবার রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকায় অবস্থান নেন।
দরদাম করার এক পর্যায়ে ওই যুবকদের কাছ থেকে তিন রাউন্ড তাজা গুলি ভর্তি একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ তাদের আটক করা হয়। পরে সোহাগের স্বীকরোক্তি অনুযায়ী দক্ষিণ আরিচপুরে তার বাসা থেকে আরও একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অস্ত্র সম্পর্কে তারা সন্তোষজনক জবাব ও বৈধকাগজপত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে টঙ্গী থানায় রাতেই তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোহাগ গাজীপুরের টঙ্গী দক্ষিণ আরিচপুর এবং রাকিব ঢাকার উত্তর খান এলাকায় বসবাস করে অস্ত্র-গুলি ব্যবসা করে আসছিলো বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এএ