হ্যাকিংয়ের হুমকি দিয়ে বাংলানিউজের কাছে বড় অংকের চাঁদা দাবি করেছে একটি গোষ্ঠী। অব্যাহতভাবে সাইটে হ্যাকিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
হ্যাকিং করে তারা সাইট বন্ধ করতে পারছে না ঠিকই, তবে অব্যাহত আঘাতের কারণে সাইট মাঝে মাঝে কিছুটা স্লো হয়ে যাছে।
এরই মধ্যে হ্যাকারদের একজন নাম পরিচয় গোপন রেখে ও ভুয়া নামে ই-মেইলে, ফেসবুক ম্যাসেঞ্জারে বাংলানিউজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বড় অংকের চাঁদা দাবি করেছে। একটি বিশেষ পরিবহনের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলা শহরের বিশেষ ঠিকানায়, সেই চাঁদার অর্থ পরিশোধ করতে বাংলানিউজের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এ জন্য একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়েছে বাংলানিউজকে।
বাংলানিউজের একটি শক্তিশালী আইটি টিম হ্যাকারের প্রচেষ্টাগুলো ব্যর্থ করে দিতে পারছে। যেটুকু সাময়িক সমস্যা তৈরি হয়েছে তাও দ্রুত সমাধান সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। কোন আইপি থেকে এবং কোন জায়গা থেকে এগুলো পরিচালিত হচ্ছে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময় ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমএমকে