ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় পুকুরের পানিতে ডুবে মুন্নি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় চান্দ্রা বাখরপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই বাড়ির মনির হোসেনের মেয়ে।

শিশুটির ফুফা আবুল কালাম বাংলানিউজকে জানান, বিকেলে বাড়িতে মুন্নির চাচা কবির গাজীর বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় ‍অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে মুন্নি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।

এদিকে, মুন্নিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার দেহ ভেসে উঠলে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।