ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টাকালে জনতার হাতে এমরান হোসেন (৩২) নামে এক অপহরণকারী আটক হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আটকক এমরান হোসেন একই উপজেলার বুড্ডাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সরাইল থানার তালিকাভুক্ত ডাকাত ও কুখ্যাত দাঙ্গাবাজ।
স্থানীয় সূত্র জানায়, সরাইল উপজেলা সদরের মোগলটুলা এলাকার আব্দুল জাহের মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) তার বোনের বাড়ি একই উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কদমতলী গ্রামে বেড়াতে যান। মঙ্গলবার সন্ধ্যায় এমরান তার লোকজনসহ একটি মাইক্রোবাসে করে বিল্লালকে অপহরণের চেষ্টা করেন।
এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অপহরণকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে গেলেও মাইক্রোবাসসহ এমরানকে আটক করে গণপিটুনি দেয় জনতা।
পরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনাস্থলে এসে এমরানকে আটক করে নিয়ে যান।
ওসি মো. আলী আরশাদ জানান, এমরানের বিরুদ্ধে সরাইল থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর