ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়িয়ায় স্যানিটেশন সচেতনতায় র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
ফুলবাড়িয়ায় স্যানিটেশন সচেতনতায় র‌্যালি

ময়মনসিংহ: ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন’ এই স্লোগান নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ চত্বর থেকে এ র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) বনানী বিশ্বাস।

র‌্যালি শেষে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান। আরও বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।