ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১০ মৃৎশিল্পীকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

বরিশাল: বরিশালে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হলো দক্ষিণাঞ্চলীয় মৃৎশিল্পী সম্মেলন। এতে ১০ মৃতশিল্পীকে সম্মানননা দেওয়া হয়েছে।



মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর নিসার হোসেন।

এতে রাখাল চন্দ্র দে’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসসহ সাংস্কৃতিক সংগঠন সমূহ ও পূজা কমিটির নেতারা।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও শারদীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়। পাশাপাশি সেরা ১০ জন মৃৎশিল্পীর মধ্যে উত্তরীয় ও ক্রেস্ট দেওয়া হয়।

শুভেচ্ছা বক্তব্য শেষে নিবন্ধিত ৬৮জন মৃৎশিল্পী ও ১শ’ জন সহযোগী মৃৎশিল্পীর (যার মধ্যে ৩০ মহিলা মৃৎশিল্পী রয়েছে) মধ্যে অর্থ, বস্ত্র দেওয়া হয়।

অনুষ্ঠানস্থলে গ্যালারির মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পীদের কাজের নমুনা প্রদর্শন করা হয়। পাশাপাশি ছাত্র ছাত্রীদের আঁকা ছবির প্রদর্শনীও করা হয়।

আঁকা ছবির মধ্যে অংশগ্রহণকারী শ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কার এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বিএম কলেজ অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি শান্তি দাস।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।