ঢাকা: নওগাঁয় ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেফতার হয়েছেন সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আলী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে দুদকের সহকারী পরিচালক রিজিয়া খাতুনের নেতৃত্বে আট সদস্যের একটি টিম ঘুষসহ হাতেনাতে গ্রেফতার করে ওই কর্মকর্তাকে।
গ্রেফতারের পর দুদকের রিজিয়া খাতুন বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন।
মামলার বিষয়টি দুদকের প্রধান কার্যালয় থেকে নিশ্চিত করেন সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
তিনি বলেন, স্থানীয় একটি রাইস মিলের মালিক জামানতের পে-অর্ডার নিতে চাইলে নওগাঁ সদর উপজেলার ফুড কন্ট্রোল অফিসার মো. আলী তার কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে মো. আলীর কাছে দাবি অনুযায়ী ৫০ হাজার টাকা নিয়ে হাজির হন রাইস মিলটির মালিক। ঘুষের এ টাকা নেওয়ার পরই তাকে হাতেনাতে গ্রেফতার করে দুদক।
দুদক টিম ঘুষ নেওয়ার বিষয়টি আগে থেকে জেনেই ওত পেতে ছিলো বলেও জানান প্রণব কুমার।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এডিএ/এমজেএফ/