ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঠাকুরগাঁও: উপজেলা পরিষদের ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের  বেতন-ভাতা উত্তোলনে উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  যৌথ স্বাক্ষরের নিয়ম বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ মিনার চত্বরের সামনে এ কর্মসূচি পালিত হয়।



মানববন্ধনে উপজেলা কৃষি কর্মকর্তা সাফিয়ার রহমান, ১৬টি দপ্তরের সমন্বয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এবং উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গত ৩১ আগস্ট ম‍ন্ত্রিসভার বৈঠকে উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৭টি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর যৌথ স্বাক্ষরের বিষয়টি অনুমোদন করা হয়। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় বিশৃঙ্খলা  দেখা দেবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।