ঢাকা: শিশু অধিকার ও সচেতনতা বিষয়ক লেখা ও প্রতিবেদন নিয়ে ১২ ক্যাটাগরিতে এবছর মীনা অ্যাওয়ার্ড পেয়েছেন ৪৫ জন। এর মধ্যে চতুর্থবারের মতো অ্যাওয়ার্ডটি জিতেছেন বাংলানিউজের সর্বকনিষ্ঠ নিউজরুম এডিটর মীম নোশিন নাওয়াল খান।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফের শুভেচ্ছা দূত যাদুশিল্পী জুয়েল আইচ ও চিত্রনায়িকা মৌসুমী। ইউনিসেফ বাংলাদেশের সহকারী প্রধান লুইস ভোনো এসময় উপস্থিত ছিলেন।
এবার ছিল শিশু-কিশোরদের জন্য সবচেয়ে সম্মানজনক এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ১১ম আসর।
যারা পেলেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড:
প্রিন্ট মিডিয়া সৃষ্টিশীল অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ফারিয়া ফৌজিয়া অতসী, দ্বিতীয় মীম নোশিন নাওয়াল খান এবং তৃতীয় ফারিহা বিনতে আজহার।
প্রিন্ট মিডিয়া ১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. শাখাওয়াত হোসাইন, বিনয় চন্দ্র বর্মন ও মো. আব্দুল গাফফার।
প্রিন্ট মিডিয়া প্রতিবেদনে অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. মনির হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান ও মো. গোলাম কিবরিয়া।
প্রিন্ট মিডিয়া প্রতিবেদনে ১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় হয়েছেন মো. রফিকুল ইসলাম ও শেখ সাবিহা আলম। তৃতীয় হয়েছেন দু’জন জান্নাতুন নাঈম প্রীতি ও রাবেয়া বেগম ববি।
টেলিভিশন সৃষ্টিশীল অনূর্ধ্ব-১৮ তে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন ফারিহা জেবিন ঐশি, সিফাত আল আমিন তন্ময় এবং নানজিবা ফাতেমা মীম।
টেলিভিশন সৃষ্টিশীল-১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অনিমেষ আইচ, আতিকা রহমান এবং মো. শিবলী সালেহ জিয়া।
টেলিশিন প্রতিবেদনে অনূর্ধ-১৮ তে প্রথম ও দ্বিতীয় হয়েছেন সিফাত আল আমিন তন্ময়, ইফতেখার উদ্দিন লিমন, তৃতীয় হয়েছেন দু’জন- মো. খায়রুল ইসলাম ও তানজিলা আক্তার মীম।
টেলিভিশন রিপোর্ট ১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন এসএম নুরুজ্জমান, দ্বিতীয় হয়েছেন বিউটি রানী সমাদ্দার, তৃতীয় হয়েছেন দু’জন মাকসুদ উন নবী ও মহিউদ্দিন আহমদ।
রেডিও সৃষ্টিশীল-১৮ বছরের নিচে প্রথম হয়েছেন অহনা আনজুম, দ্বিতীয় হয়েছেন দু’জন মো. সৈয়দ মোর্তজা ও মো. সাদিকুর রহমান এবং তৃতীয় হয়েছেন এ এম এম জাওয়াদুল আলম।
রেডিও সৃষ্টিশীল ১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন বশির আহমদ, দ্বিতীয় হয়েছেন দু’জন লিংকন দাস রায় ও গোলাম কিবরিয়া সরকার, তৃতীয় হয়েছেন দু’জন আবু তালেব মো সাকিব, আঁখি পালিত।
রেডিও প্রতিবেদন অনূর্ধ-১৮ তে প্রথম হয়েছেন সিফাত আল আমিন তন্ময়, দ্বিতীয় হয়েছেন জান্নাতুল মাওয়া মীম, তৃতীয় হয়েছেন তামান্না আক্তার ও নুরুন নাহার।
রেডিও প্রতিবেদন-১৮ বছরের উপরের ক্যাটাগরিতে প্রথম হয়েছেন শাহনাজ শারমিন ও ফারহানা পারভিন, দ্বিতীয় হয়েছেন সুমনা পারভেজ, তৃতীয় হয়েছেন হুমায়ারা পারভিন হেনা ও মো মাহফুজুল হক।
এবছর সব মিলিয়ে প্রায় ৬৫০টি প্রতিবেদন জমা পড়ে। মনোনয়ন কাজ সম্পাদন করেন একদল বিচারক। মূলত সৃজনশীল ও সাংবাদিকতা- এই দুই শ্রেণীতে প্রিন্ট, টেলিভিশন ও রেডিও মাধ্যম থেকে নির্দিষ্ট বয়সসীমার প্রতিযোগিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
সৃজনশীল লেখক, প্রবীণ সংবাদকর্মী অডিও ভিজ্যুয়াল বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদের সমন্বয়ে গঠিত আট সদস্য বিশিষ্ট বিচারকমণ্ডলীর একটি বিশেষজ্ঞ প্যানেল জুরি হিসেবে কাজ করেন।
বিচারকমণ্ডলীর মধ্যে ছিলেন, সেলিনা হোসেন, ফরিদ হোসেন, রোবায়েত ফেরদৌস, ফাহমিদুল হক, জাকির হোসেন রাজু, মিথিলা ফারজানা, রতন পাল এবং কাদির কল্লোল।
প্রতিযোগিদের মধ্য থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রাপ্তদের যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ইউনিসেফের শুভেচ্ছাদূত আরিফা জামান মৌসুমী, জুয়েল আইচ এবং ইউনিসেফ বাংলাদেশের সহকারী প্রধান লুইস ভনো।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএ/এএ