গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় হাসান দেওয়ান (৫৫) নামে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন।
হাসান ভারতের আসাম রাজ্যের ইনশাদ আলী দেওয়ানের ছেলে এবং কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকার আমির হোসেনের ভাতিজা।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুপুরে বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, হাসান দেওয়ানের পূর্ব পুরুষদের বাড়ি কালিয়াকৈরে। কয়েক দশক আগে তার দাদা আসামে গিয়ে বসবাস শুরু করেন। গত ১৪ অক্টোবর কালিয়াকৈরে চাচা আমির হোসেনের বাড়ি বেড়াতে আসেন হাসান।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম