ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

‘যতই হুমকি আসুক, নারীরা গণমাধ্যমে কাজ করবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঢাকা: জঙ্গিবাদের যতই হুমকি আসুক, নারীরা গণমাধ্যমে কাজ করবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।



শিশু অধিকার ও সচেতনতা নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার ১২টি ক্যাটাগরিতে ৪৫ জন গণমাধ্যমকর্মী এতে পুরস্কৃত হন।

ইনু বলেন, সমাজের সব স্তরে নারীরা কাজ করবে। যারা নারীদের হুমকি দেয়, তাদের ধ্বংস করে দিতে হয়।

দেশে জঙ্গিদের সাময়িক উৎপাত হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, উৎপাতের মূল উৎপাটন করতে সরকার কাজ করছে। জঙ্গিরা কোথাও থাকবে না। গণমাধ্যমসহ সব স্থানে নারীরা তাদের কাজ করে যাবেন।

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রতিটি দলের কাজ করা উচিত।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে প্রভাব, লিঙ্গবৈষম্যে ও দারিদ্রের অভিঘাত নারীর ওপর সবচেয়ে বেশি। এ তিনটি প্রভাব কাটিয়ে উঠতে পারলেই নারীর অধিকার আদায়ে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী ও পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ইউনিসেফের বাংলাদেশের সহকারি প্রধান লুইস ভনো বলেন, এ প্রতিযোগিতাটি নিজেই নিজের সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে। কারণ প্রতি বছর আগের বছরের চেয়ে কমপক্ষে ১০০টির বেশি প্রতিবেদন বেশি জমা পড়ে। এটি শিশু অধিকার প্রতিষ্ঠার জন্য একনিষ্ঠতাকে তুলে ধরে।

অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্তদের যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ১৫ হাজার টাকা এবং ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।   বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফের শুভেচ্ছাদূত আরিফা জামান মৌসুমী, যাদুশিল্পী জুয়েল আইচ এবং ইউনিসেফ বাংলাদেশের সহকারি প্রধান লুইস ভনো।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।