ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশের ডিআইজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

বগুড়া: বগুড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. ইকবাল বাহার।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সদর, নন্দীগ্রাম ও শেরপুর উপজেলার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন তিনি।



প্রথমে বিকেল সাড়ে ৪টার দিকে ডিআইজি নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বারোয়ারী পূজা মন্দির ও হাটুয়া বারোয়ারী পূজা মন্দির পরিদর্শন করেন।

এসময় জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার দেব, সাধারণ সম্পাদক তীর্থ সলীল রুদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় ইকবাল বাহার পরিদর্শন করেন জেলা শহরের দত্তবাড়ি, শিববাটি, চেলোপাড়া এলাকার বিভিন্ন পূজা মন্ডপ।

এসময় জেলার এসপি আসাদুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাধারণ সম্পাদক সাগর কুমার রায় তার সঙ্গে ছিলেন।

সবশেষ রাত পৌনে ৮টার দিকে ডিআইজি শেরপুর পৌরসভা ও টাউন বারোয়ারী পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় জেলার পুলিশ সুপার (এসপি), জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান, ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস রিংকু, টাউন বারোয়ারী পূজা কমিটির সভাপতি স্বপন কুন্ডু, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত, তাপস বসাক, থানার উপ-পরির্দশক (এসআই) বুলবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাতেই ডিআইজি ইকবাল বাহার সিরাজগঞ্জের উদ্দেশে শেরপুর ছেড়ে যাবেন।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমবিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।