ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আ’লীগ নেতাকে পিটিয়ে হত্যা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

রাজশাহী: রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর প্যরামেডিকেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসলাম নগরীর হেতেমখাঁ এলাকার মৃত ইসলামের ছেলে।

ঘটনার পর পুলিশ নিহতের খালাতো ভাই জাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমান মাহমুদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

মরদেহ বর্তমানে হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। এ ঘটনার জাহিদ নামে একজন আটক হয়েছেন। ময়নাতদন্ত শেষে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক।

এদিকে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, সন্ধ্যায় ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসলামকে একটি ঘটনার মীমাংসা করার জন্য বাড়ি থেকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে যায় তার খালাতো ভাই জাহিদ। সেখানে কোনো বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে আসলামকে বেধড়ক মারপিট করা হয়।

এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পথেই আসলাম মারা যান বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।