ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাসপুরে ঘরে আগুন দিয়ে মা ও মেয়েকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিহতের ছেলে সনি বিশ্বাস বাদী হয়ে ৫ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।
এরআগে সোমবার গভীর রাতে ফরাসপুর গ্রামে ঘরে আগুন দিয়ে তাসলিমা খাতুন (৪০) ও তার মেয়ে তাসমিয়াকে (দেড় বছর) পুড়িয়ে হত্যা করে দুবৃর্ত্তরা।
এতে দগ্ধ হয়েছেন তাসলিমা খাতুনের স্বামী নজরুল ইসলাম চাঁন মিয়া ও তাদের আরেক মেয়ে উর্মি খাতুন (২০)। তারা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে জানান, নিহতদের পরিবারের ধারণা বড় মেয়ের স্বামী কামাল হোসেন পেট্রোল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসআর