ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক সোয়া ৫ কোটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঢাকা: ১৬ কোটি মানুষের বাংলাদেশে সাড়ে পাঁচ কোটি গ্রাহক ব্যবহার করছে ইন্টারনেট, যার মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ মোবাইলেই ইন্টারনেট ব্যবহার করছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সর্বশেষ সেপ্টেম্বর মাসের মোবাইল ও ইন্টারনেট গ্রাহক সংখ্যার এ তথ্য প্রকাশ করেছে।



মঙ্গলবার (২০ অক্টোবর) বিটিআরসি’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪০ লাখ ৫৮ হাজার। গত মাসে যা ছিল ৫ কোটি ২২ লাখ ১৯ হাজার।

এর মধ্যে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহক ৫ কোটি ১৯ লাখ ৮২ হাজার। আর আগের মাসে তা ছিল ৫ কোটি সাত লাখ ৪৩ হাজার।

ওয়াইম্যাক্স ব্যবহার করছেন ১ লাখ ৬৫ হাজার ও আইএসপি ও পিএসটিএন ইন্টারনেট গ্রাহক ১৯ লাখ ১১ হাজার।

বিটিআরসি’র প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দেশে ৬টি মোবাইল কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৩৬ হাজার। গত মাসে যা ছিল ১৩ কোটি আট লাখ ৪৩ হাজার।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগের মাসে ৫ কোটি ৫০ লাখ ৪০ হাজার থেকে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৫৫ লাখ ১১ হাজার।

সেপ্টেম্বরে রবির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৩ লাখ ৭৩ হাজার, এর আগের মাসে যা ছিল দুই কোটি ৮৩ লাখ ১৬ হাজার।

বর্তমানে বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ২৬ লাখ ১৫ হাজার, এয়ারটেলের ৯৭ লাখ ১৭ হাজার এবং সিটিসেলের গ্রাহক সংখ্যা ১১ লাখ ১৩ হাজার।

রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটকের গ্রাহক সংখ্যা ৪১ লাখ ৮ হাজার, আগের মাসে যা ছিল ৪০ লাখ ৭৯ হাজার।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এমআইএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।