ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা রানীশংকৈল উপজেলার ধর্মগড় থেকে তিন শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটক শিবির কর্মীরা হলো, ওই উপজেলার নন্দুয়া ইউনিয়নের হাফিজ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান (১৯), ধর্মগড় কাদিহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহাদৎ হোসেন (২০) এবং একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল কাদের।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এসএইচ