ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

সাব-এডিটরস কাউন্সিলের নতুন কমিটির অভিষেক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আহ্বায়ক ও কুয়েত প্রবাসী শহীদ ইসলাম পাপুল, যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল ও লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলাইমান রুবেল।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ওমর ফারুক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কেএম শহীদুল হক, সদস্য লাবিন রহমান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ ইসলাম পাপুল ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নেতাদের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।