ঢাকা: রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার পূজামণ্ডপ থেকে ভুয়া মেজর পরিচয় দেওয়া জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৪। এ সময় তার কাছ থেকে একটি ভূয়া আইডি কার্ডও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (অক্টোবর ২০) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে বাংলানিউজকে জানান র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর শফিউল আলম।
তিনি জানান, সেনা বাহিনীর পোশাক পড়ে মণ্ডপ এলাকায় ঘুরাফেরা করছিলেন তিনি। তার গতিবিধি সন্দেহ হলে দায়িত্বরত র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সেনা সদস্য নয় বলে স্বীকার করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। তবে সে কি কারণে ওই এলাকায় ঘুরাফেরা করছিলো তা এখনো জানা যায়নি।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
এনএ/বিএস