বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় পাটবাড়ি আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম মনিরুজ্জামান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন- যশোর জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিম কুমার, সাধারণ সম্পাদক বিশ্বনাথসহ শার্শা ও বেনাপোল পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডিআইজি মনিরুজ্জামান পূজা উদযাপন কমিটির নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, এদেশে সব ধর্মের মানুষের স্বাধীন ভাবে তার ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। আর তাদের এই অধিকারে কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে এজন্য পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক ও আন্তরিক ভাবে কাজ করে আসছে। এবারও দেশের পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে বলে জানান তিনি।
এ বছর যশোরের শার্শা-বেনাপোলে ২৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
বিএস