চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকাণ্ডে ২৪টি বসত ঘর ভষ্মীভূত হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দা আবুল বাসার জানান, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল মান্নান ভূইয়ার রান্না ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পড়ে সমস্ত ঘরে ছড়িয়ে পড়লে তা আধা ঘণ্টার ব্যবধানে পার্শ্ববর্তী ২৪টি ঘরে ছড়িয়ে পড়ে।
এতে মোস্তফা কামাল এর ৩টা, মান্নান ভূইয়ার ১টি, মাজেদুল ইসলাম ২টা, মোখলেছুর রহমান এর ৩টা, আবুল কালাম আজদ ২টা, জসিম মুহুরী ২টা, আরিফ মিয়ার ২টা, শরীফ আহমেদ এর ২টি, মোস্তাফিজুর রহমান ২টা, কবির হোসেন এর ২টি, বারেক মিয়ার ২টা, ময়নাল হোসেন ও হাফিজ উল্লাহ ২টি ঘড় পুরে যায়।
এদিকে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে দুই নারীসহ অন্তত সাত জন আহত হন। আহতরা তারা হলেন- আলমগীর হোসেন (৫০), আল আমুন (৩১), শরীফ হোসেন (৩০), সফিউল্লাহ (২৬), লুৎফুর নেছা (৪০), সীমা আক্তার (২০)সহ আরও একজন।
এদের মধ্যে লুৎফুর নেছা ও সীমা আক্তার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চান্দিনা ফায়ার সার্ভিসের কর্তব্যরত স্টাফ বিল্লাল হোসেন বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই কমান্ডার আব্দুল সালাম খানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন ক্ষতিগ্রস্থরা।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ২১, ২০১৫
বিএস