ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

বন্দিদের মাঝে প্রসাদ বিতরণ করবে কারা কর্তৃপক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বন্দিদের মাঝে প্রসাদ বিতরণ করবে কারা কর্তৃপক্ষ ফাইল ফটো

ঢাকা: কারাবন্দিরা যাতে ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বাদ না পরে এই লক্ষে মহা অষ্টমীর প্রসাদ বিতরণের উদ্যোগ নিয়েছে কারা কতৃপক্ষ।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ লক্ষেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাড়ে পাঁচ’শ হিন্দু বন্দিসহ প্রায় দেড় হাজার বন্দিদের মাঝে বিতরণ করা হবে মহা অষ্টমীর প্রসাদ।



বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ আয়োজন করা হবে।

বন্দি হয়েও হিন্দু ধর্মাবলম্বীরা যাতে দেবী দূর্গার সান্নিধ্য পেতে পারে এজন্য ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিতের কাছ থেকে তারা এ প্রসাদ গ্রহণ করবে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর।

তিনি বাংলানিউজকে বলেন, প্রতি বছরই কারাবন্দি হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। তবে এবারই প্রথম যে একটু ব্যাতিক্রম ও বৃহৎ পরিসরে ‘মহাঅষ্টমীর মহা প্রসাদ’ বিতরণের আয়োজন করা হচ্ছে।


ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিতের  মন্ত্র পাঠ করার পর সাড়ে পাঁচ’শ হিন্দু কারাবন্দিসহ প্রায় দেড় হাজার বন্দিকে প্রসাদ খাওয়ানো হবে বলে জানান তিনি।

প্রসাদ বিতরণের সময় উপস্থিত থাকবেন কারা মহাপরিদর্শক সৈয়দ ইফতেখার উদ্দীন, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. জাহাঙ্গীর কবীর, জেলার মো. নেসার আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।