ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

রামপালে আ’লীগ নেতা খুনের ঘটনায় মামলা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
রামপালে আ’লীগ নেতা খুনের ঘটনায় মামলা

বাগেরহাট: বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেদ সরদার (৬৫) খুনের ঘটনার রামপাল থানায় অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে মাজেদেরে ভাবী ফেরদৌস খাতুন বাদী হয়ে রামপাল থানায় ওই হত্যা মামলা দায়ের করেন।



সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের কালিকা প্রসাদ গ্রামের ডোবার গেট নামক স্থানে দুর্বৃত্তরা রাস্তার পাশে জবাই করে মাজেদকে খুন কর‍া হয়।

আব্দুল মাজেদ সরদার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে এবং স্থানীয় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিখিল মণ্ডল জানান, আব্দুল মাজেদ খুলনায় ক্রিসেন্ট জুট মিলে চাকরি করতেন। অবসরে যাবার পর তিনি গ্রামে এসে বসবাস শুরু করেন।

দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের মাথা ও চোখের কাছে ধারালো অস্ত্রের তিনটি আঘাত এবং শ্বাসনালী সম্পূর্ণ কেটে ফেলা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

তবে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ হত্যার কারণ সম্পর্কে সুনির্দিষ্ট ভাবে কিছু জানাতে পারেনি। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ এলাকা থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ।

তারা হলেন- কালিকা প্রসাদ গ্রামের ওয়াদুদ ইজারদারের ছেলে রবি ইজারদার (২৮), একই গ্রামের আলতাফ শেখের ছেলে ইলিয়াস শেখ (৩২) এবং বুজবুনিয়া গ্রামের জলিল লস্করের ছেলে আলম লস্কর (৩০)।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, দেশের একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ-পথটির ন‍াব্যতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মংলা-ঘষিয়াখালী অংশের সংযোগ খাল খনন ও এসব খালের অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনকে সহায়তা করায় স্থানীয় প্রভাবশালী অবৈধ খাল দখলকারীরা তাকে হত্যা করিয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কিছু আগে একটি মামলা (মামলা নং ৩০২/৩৪) হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ ছাড়াও জমি সংক্রান্ত বা রাজনৈতিক বিরোধের মত ঘটনার সম্ভাবনা মাথায় রেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।