টাঙ্গাইল: টাঙ্গাইলে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই চরমপন্থি নিহত হয়েছেন। এ সময় মনিরুল ইসলাম নামে এক র্যাব সদস্য গুরুতর আহত হন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া তিনটায় সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামের শাহাদতের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বাঘিল ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন (৪৫) ও মইশা গ্রামের মনু মিয়া (৩৫)।
টাঙ্গাইল র্যাবের কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইশা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জনের চরমপন্থি দলের সদস্যরা শাহাদত হোসেনের বাড়িতে অবস্থান নিয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
এ সময় র্যাব সদস্যরা আত্মরক্ষায় পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মনু মিয়া ও আকবার হোসেন নামের দুই চরমপন্থি নিহত হন।
এ সময় চরমপন্থিদের গুলিতে ৠাব সদস্য মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পড়ে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটার, দুই রাউন্ড গুলি ও বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫/আপডেট ০৭৩৩ ঘণ্টা
বিএস
** আহত র্যাব সদস্য মনিরুলকে সিএমএইচে স্থানান্তর