মিরসরাই: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টায় মহাসড়ের বড়তাকিয়া বাইপাস এলাকায় দুই কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ যানজটের সৃষ্টি হয়।
যানজটের খবর পেয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়ার নিজেই মহাসড়কে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন বলে বংলানিউজিকে জানান থানার ডিউটি অফিসার (এসআই) ওবায়দুল।
তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করতে উপজেলার পূজামণ্ডপগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করায় বর্তমানে থানায় উপস্থিত পুলিশ সংখ্য প্রয়োজনের তুলনায় কম। তাই ওসি ইমতিয়াজ ভূইয়া নিজেই মধ্যরাতে মহাসড়কে নামতে বাধ্য হন।
রাত সাড়ে ৩ টায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে ওসি ইমতিয়াজ ভূইয়া বাংলানিউজকে জানান, যানজটের কারনে পূজায় যাতে কোনো প্রভাব না পড়ে সে লক্ষে রাত ২টা থেকে থানা ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত সংখ্যক সদস্য মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন ওসি।
দুর্ঘটনা কবলিত কভারভ্যানের দুই চালককে আহত অবস্থায় উদ্ধারের পর চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এদিকে আকষ্মিক এই যানজটের কারণে আটকা পড়েছে দূরপাল্লার শতশত যানবাহন।
বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বিএস