ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে কৃষি ব্যাংকে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
মৌলভীবাজারে কৃষি ব্যাংকে ডাকাতি

মৌলভীবাজার: বাংলাদেশ কৃষি ব্যাংকের মৌলভীবাজার শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, সিকিউরিটি গার্ড মুজাহিদ আহমদ (২৬), মনসুর মিয়া (২৭) ও শফিক মিয়া (৩৩)। তাদের বাড়ি মৌলভীবাজার সদরে বলে পুলিশ জানায়।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে ব্যাংক ম্যানেজার ফোন করে জানান, ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা ভল্টের তালা কেটে নগদ ৬ লাখ ১৬ হাজার ১১০ টাকা নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিকিউরিটি গার্ডসহ তিন জনকে আটক করে।

এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার নাজমুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫/আপডেটেড ১০১৭
বিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।