নেত্রকোনা: মহা সপ্তমীতে নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ড. তরুণ কান্তি শিকার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত, তিনি (ডিসি) প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পৌর শহর ঘুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক এলাকার চলো পূজা করি পূজামণ্ডপ থেকে শুরু করে ছোটবাজার, বড়বাজার এলাকার অগ্রদূত সংঘ, মুক্তি সংঘ, মহাবীর সংঘ, এসো পূজা করি, যুবক সমিতিসহ সবক'টি পূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ার হোসাইন, জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বাংলানিউজের এক প্রশ্নের জবাবে বলেন, জেলা প্রশাসক মহোদয় জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে আজ পূজা পরিদর্শন করেছেন।
বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা অক্টোবর ২১, ২০১৫
বিএস