ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসচাপায় নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
নারায়ণগঞ্জে বাসচাপায় নিহত ৪ ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাসচাপায় চালকসহ সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতদের মধ্যে রূপগঞ্জের কাজীপাড়ার সিএনজি অটোরিকশা চালক সাগর (২৫) ও একই উপজেলার রূপসী গ্রামের মিন্টুর (৪০) নামপরিচয় জানা গেছে। অন্য দু’জনের নামপরিচয় জানা যায়নি।
 
সিদ্দিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরাফত উল্লা বাংলানিউজকে জানান, ভোরের দিকে সম্ভবত একটি বাস সাইনবোর্ড এলাকার মিতালী সুপার মার্কেটের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে ৪জন নিহত হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫/আপডেটেড ১২৩৬
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।