ঢাকা: টাঙ্গাইলে র্যাবের সঙ্গে চরমপন্থিদের বন্দুকযুদ্ধের ঘটনায় আহত র্যাব সদস্য মনিরুল ইসলামকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
এরআগে মঙ্গলবার মধ্যরাতে টাঙ্গাইল সদর উপজেলার গুগড়া ইউনিয়নের মইশা গ্রামের চরমপন্থি সদস্য শাহাদতের বাড়িতে অভিযান চালায় র্যাব।
এ সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থি সদস্য নিহত হন ও গুলিতে আহত হন র্যাব সদস্য মনিরুল ইসলাম। রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এনএইচএফ/এসআর