ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

শালিখায় বিলে মাছ শিকারকে কেন্দ্র করে আটক ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
শালিখায় বিলে মাছ শিকারকে কেন্দ্র করে আটক ২৩

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় জেলে সম্প্রদায়ের ইজারা নেওয়া রতার বিল থেকে জোর করে মাছ শিকারের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সকালে বিলে পলো নামিয়ে মাছ শিকারকালে ২৩ জনকে আটক করা হয়।



পরে মাছ শিকার বন্ধ করে দিয়ে সেখান থেকে প্রায় ৩০টি পলো জব্দ করে পুলিশ।

দীঘলগ্রামের হিমাংশু দেব বর্মণসহ একাধিক জেলে বাংলানিউজকে জানান, কয়েক বছর ধরে সরকারি নিয়ম মেনে রতার বিল ও সংশ্লিষ্ট বাটুলি খালে মাছ চাষ ও আহরণ করে আসছেন তারা।

বুধবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মঘি ও রাঘদাইড় এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পলো ও মাছ শিকারের অন্যান্য সরঞ্জাম নিয়ে বিল ও খাল থেকে মাছ শিকার শুরু করেন।

পরে তারা পুলিশে খবর দিলে মাগুরা সদর ও শালিখা থানা পুলিশ এসে মাছ শিকার বন্ধ করে ২৩ জনকে আটক করেন।

ঘটনাস্থলে উপস্থিত মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোর থেকে সদরের দুই ইউনিয়নের অন্তত ৫ হাজার মানুষ রতার বিল ও বাটুলি খালে মাছ শিকারে নামেন। শালিখা থানা পুলিশ ১৮ জন ও সদর থানা পুলিশ ৫ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।