সাভার (ঢাকা): সাভারে এক ব্যবসায়ীর জমি দখল করতে আসা সন্ত্রাসীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় এ সময় ওই ব্যবসায়ীসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।
বুধবার (২১ অক্টোবর) সকালে সাভারের সাধাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সঞ্জিত কুমার ঘোষ বাংলানিউজকে জানান, গত কয়েক দিন ধরে সাধাপুর গ্রামে তার ২৬ শতাংশ জমি দখল করার চেষ্টা করে সাভারের ঘোষপাড়া এলাকার সন্ত্রাসী নিখিল চন্দ্র ঘোষ ও তার বাহিনী। আজ হঠাৎ এক দল মুখোশধারী সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জমি দখল করতে আসে।
এ সময় জমি দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা ব্যবসায়ী সঞ্জিত কুমার ঘোষ, চান বানু ও শাকিলসহ পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা জমির সীমানা প্রাচীর ভাঙচুর ও বাড়ি ঘরে লুটপাট করে আদালতের নিষেধাজ্ঞা জারির সাইন বোর্ডটি তুলে নিয়ে পালিয়ে যায় বলেও জানান ওই ব্যবসায়ী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি ও বিষয়টি সম্পর্কে কোনো তথ্য জানা নেই বলে বাংলানিউজকে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২১০৫
এমজেএফ