ধুনট (বগুড়া): মাদক সেবন করে দুর্গা পূজার মণ্ডপে গিয়ে মাতলামির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১অক্টোবর) সকাল ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান এ সাজার নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ধুনট উপজেলার শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে সুলতান মাহমুদ (২২) ও বড়িয়া গ্রামের গেদা প্রামাণিকের ছেলে খলিলুর রহমান (৪৫)।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, সুলতান ও খলিলুর মাদক সেবন করে মঙ্গলবার রাত ১১টার দিকে ধুনটের এলাঙ্গী বাজারের পূজা মণ্ডপে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এতে সেখানে থাকা পুলিশ তাদের আটক করেন।
বুধবার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট এ সাজা দেন। পরে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এসআর