সিলেট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতারা।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দরে সৌজন্য সাক্ষাতকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন তারা।
সাক্ষাতকালে কয়লা আমদানি-রপ্তানির নানা সমস্যার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন নেতারা।
এ সময় তারা অভিযোগ করে বলেন, আমদানি করা কয়লার ট্রাক বিজিবি কর্তৃক পুনরায় পরিমাপের কারণে স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিন যেখানে ২শ’ গাড়ি কয়লা আমদানি হতো, সেখানে পুনরায় পরিমাপের কারণে মাত্র ২০ গাড়ি কয়লা আমদানি হচ্ছে।
এতে আমদানিকারক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের রাজস্ব আয় কমে যাচ্ছে উল্লেখ করে নেতারা আরো বলেন, ভারতীয় রপ্তানিকারকরা সময়মত কয়লা রপ্তানি করতে না পারায় অতিরিক্ত পরিবহন খরচ গুণতে হচ্ছে। ফলে যেকোনো সময় কয়লা আমদানি বন্ধ হয়ে যেতে পারে।
এ সময় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের প্রতিনিধিদলকে সমস্যা নিরসনে সহযোগিতার আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন রশীদ, গ্রুপের সদস্য সেলিম আহমদ, মো. নুরুল আমিন, মো. আমির আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এনইউ/এএএন/আরআই