ঢাকা: চলতি বছর নভেম্বর মাসের মধ্যেই গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ অনুমোদন পাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ধানমন্ডির বিল্স কার্যালয়ে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ ও টঙ্গীতে পেশাগত রোগ বিষয়ক দুই শ’ শয্যা বিশিষ্ট দুইটি হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সরকার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, নীতিমালা অনুমোদনের সঙ্গে সঙ্গে গৃহকর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত হবে। তারা শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাও পাবেন। বীমা, দুর্ঘটনায় ক্ষতিপূরণসহ অন্যান্য সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে গৃহকর্মীদের।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান।
সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসাইন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শ্রমিক নেতা আবুল হোসাইন, নারীমৈত্রীর পরিচালক শাহীন আক্তার ডলি প্রমুখ বক্তব্য রাখেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এটি