ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় সংঘর্ষে আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
আলমডাঙ্গায় সংঘর্ষে আহত ৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে এক সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাঙ্গবাড়ীয়া ইউনিয়নের ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহত পাঁচজনের মধ্যে চার জনের পরিচয় জানা যায়। তারা হলেন-ওই গ্রামের মৃত আকবর মণ্ডলের ছেলে হাতেম মণ্ডল (৫০) ও তার ছেলে রাজীব (২৪), হানিফের ছেলে ছমির (২৫) মৃত হাতেম আলীর ছেলে উজ্জ্বল (৩০)। প্রাথমিকভাবে আহত অন্য জনের পরিচয় জানা যায়নি।

আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা অবিনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাদের রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান ঘটনাস্থল থেকে বাংলানিউজকে জানান, পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
 
এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।