শেরপুর: শেরপুরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নের এক হাজার দুইশো কৃষককে এই সার ও বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পিকন কুমার সাহা প্রমুখ।
এর আগে ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এক আলোচানা সভায় বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে বন্যা, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষককে একবিঘা জমি আবাদের জন্য এক কেজি করে সরিষার বীজ, ২০ কেজি ডিএমপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
টিআই