দিনাজপুর: দিনাজপুরে বাসের ধাক্কায় আশরাফ আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা ছেলে শিশির (১৬)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বকুলতলা এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী দিনাজপুর উপশহরের ৭ নং ব্লকের মৃত শফিউদ্দীনের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আশরাফ ও তার ছেলে শিশির গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তবে সন্ধ্যায় বাবা আশরাফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এ দুর্ঘটনায় রাতেই দিনাজপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এইচএ/