ঢাকা: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর গাড়ি বহরে হামলা চালানো হয়েছে। তার সমর্থকরা ‘গুলি-বোমা হামলার’ অভিযোগ করলেও পুলিশের দাবি, ‘ইট-পাটকেল নিক্ষেপ’ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা-ডিঙ্গেদাহ সড়কে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) ক্যাম্পের সামনে এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আজিজুল ও জিল্লু নামে দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে জিপু চৌধুরী ও তার সমর্থকরা দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনের জন্য ডিঙ্গেদাহ যাচ্ছিলেন। বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছালে তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়।
এ সময় জিপুকে লক্ষ্য করে গুলি-বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ করেন তার সমর্থকরা। জিপুর অভিযোগ, যুবলীগের পদবঞ্চিত চিহ্নিত একটি চক্র তার ওপর এ হামলা চালিয়েছে। হামলাকারীরা শহরের চিহ্নিত লোক।
তবে, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ প্রসঙ্গে জানান, ‘বোমা হামলা নয়, তার ওপর ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ’
এদিকে, জিপুর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। রাত ৯টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করেন যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা হাফিজুর রহমান, অ্যাডভোকেট তসলিম উদ্দীন ফিরোজ, আব্দুর রাজ্জাক, ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফি, জানিফ, সজল প্রমুখ।
সমাবেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে চুয়াডাঙ্গা অচল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এইচএ/