বরিশাল: বরিশাল নগরীর রুপাতলী থেকে একশ’ পিস ইয়াবাসহ ইব্রাহীম মাতব্বর (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেটও জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে রুপাতলীর মোল্লা মার্কেটের গুলশান খাবার হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইব্রাহিম নগরী চানমারি এলাকার মৃত কাশেম মাতব্বরের ছেলে।
এ বিষয়ে রাত পৌনে ১২টার দিকে র্যাবের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, আটক ইব্রাহিম নগরীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা বিক্রি করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/