ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

সপ্তাহের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন নিজাম হাজারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সপ্তাহের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন নিজাম হাজারী নিজাম উদ্দিন হাজারী

ফেনী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশে রওয়ানা হন।



ফেনী জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন বাহার বাংলানিউজকে জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্য হিসেবে চীনে অনুষ্ঠেয় স্বাস্থ্য সেবা বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন নিজাম হাজারী।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।